Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

একনজরে ধান, গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচিতি।

 

অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণাদির মধ্যে বীজ হচ্ছে অন্যতম। সুস্থ মা ছাড়া যেমন সুস্থ সন্তান চিন্তা করা যায় না, তেমনি ভাল বীজ ব্যতীত ভাল ফসলের কল্পনাও করা যায় না। ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণাদির মধ্যে একমাত্র ভাল বীজই অধিক ফসলের নিশ্চয়তা দিতে পারে। তাই বীজের গুরুত্ব অপরিসীম।

এরই আলোকে উন্নতমানের বীজ সরবরাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে ধান, গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র, বিএডিসি, ফেনী কেন্দ্রটি ১ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রকল্পটি বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মহোদয়ের আওতাধীন মহাব্যবস্থাপক (বীজ) মহোদয়ের তত্ত্ববধানে, প্রকল্প পরিচালক (বীজ উৎপাদন) মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রনে পরিচালিত ১২টি কেন্দ্রের ১টি কেন্দ্র।

 

১।

কেন্দ্রের বীজ উৎপাদনের আওতাভূক্ত জেলা

:

ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা।

২।

কেন্দ্রের ইউনিট সংখ্যা ও নাম

:

ইউনিট ২ টি, ফেনী ইউনিট ও চৌদ্দগ্রাম ইউনিট।

৩।

কেন্দ্রের ব্লকের সংখ্যা ও নাম

:

৫টি, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, চৌদ্দগ্রাম ও সেনবাগ।

৪।

অনুমোদিত স্কীমের সংখ্যা

:

স্কীম ১২৭ টি ।

৫।

স্কীমভূক্ত মোট জমির পরিমাণ

:

২,৫০২.৫৩ একর ।

৬।

স্কীমভূক্ত চাষীর সংখ্যা

:

৫৬১ জন ।

৭।

বীজ সংরক্ষনাগারের ধারণ ক্ষমতা

:

সংরক্ষনাগার ২টি, ১টি ১০০০ মে.টন ও ১টি ১৫০০ মে.টন।